logo
logo
Sign in

80 টাকা দিয়ে শুরু, আজ ₹1600 কোটির ব্যবসা! জানুন পদ্মশ্রী যশবন্তীবেনের জীবন সম্পর্কে

avatar
Banglaexports
80 টাকা দিয়ে শুরু, আজ ₹1600 কোটির ব্যবসা! জানুন পদ্মশ্রী যশবন্তীবেনের জীবন সম্পর্কে

80 টাকা দিয়ে শুরু, আজ ₹1600 কোটির ব্যবসা! জানুন পদ্মশ্রী যশবন্তীবেনের জীবন সম্পর্কে


আজ থেকে কার্যত ছয় দশক আগের কথা। সাল 1959। মার্চ মাসের 15 তারিখ। দক্ষিণ মুম্বইয়ের সাতজন মহিলা ঠিক করলেন ব্যবসা করবেন। কীসের ব্যবসা? না পাঁপড়ের। তারপরেই যাত্রা শুরু Lijjat Papad এর। মুখ্য ভূমিকায় যশন্তীবেন যমুনাদাস পোপাট। সঙ্গে দোসর পার্বতীবেন রামদাস ঠোবানি, উজমেবেন নারায়নদাস কুড্ডলিয়া প্রমুখ। যশন্তীবেনকে বাদ দিলে মোট সাতজন। সবমিলিয়ে আটজন। কেউই অ্যানুয়াল টার্নওভার, মার্কেট রিসার্চ, বিজনেস গ্রোথ সম্পর্কে জানতেন না। কারুরই কোনও সঠিক লক্ষ্যমাত্রা ছিল না। পারিবারিক খরচের সামান্য অংশীদারিত্বের আশায় মাত্র 80 টাকা মূলধনে শুরু হয়েছিল ব্যবসা৷ ছয় দশক পর সেই ব্যবসার বার্ষিক টার্নওভার জানেন? 1600 কোটি টাকা৷


নাম শুনেই বোঝা যায়– এই ব্যবসা শুরু করেছিলেন গুজরাটি মহিলারা। কিন্তু ধীরে ধীরে ব্যবসা যত এগিয়েছে ততই বাড়তে শুরু করে কর্মচারী ও শ্রমিকদের সংখ্যা। স্বাভাবিকভাবেই ব্যবসা কেবলমাত্র আর গুজরাটিদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। ধর্ম-বর্ণ-জাতি, নারী-পুরুষ নির্বিশেষে এই ব্যবসায় অংশীদার হয়েছেন নাগরিকেরা। ব্যবসাও এগিয়েছে তরতর করে। এক জায়গা থেকে আরেক জায়গা গোটা দেশে ছড়িয়ে পড়েছে লিজ্জত পাঁপড়ের নাম। বিস্তারিত


collect
0
avatar
Banglaexports
guide
Zupyak is the world’s largest content marketing community, with over 400 000 members and 3 million articles. Explore and get your content discovered.
Read more